
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী একটি ফ্লাইটের ২৭৫ জন যাত্রী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছেন। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটি বুধবার রাত থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।
বিমান বাংলাদেশের দুবাই স্টেশন ম্যানেজার পি এম দস্তগীর জানিয়েছেন, উড়োজাহাজটির একটি চাকায় সমস্যার কারণে ফ্লাইটটি ছাড়তে পারেনি। ঢাকা থেকে নতুন চাকা পাঠানো হচ্ছে এবং সেটি পৌঁছালে শুক্রবার ভোরে ফ্লাইটটি রওনা দিতে পারবে।
ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল বুধবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই ছাড়ার, যা চট্টগ্রামে পৌঁছার কথা ছিল বৃহস্পতিবার সকাল ৭টায়। পরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
দীর্ঘ সময় অপেক্ষা ও বারবার ফ্লাইট বিলম্বের ঘোষণায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও দুর্ভোগ তৈরি হয়েছে। ফ্লাইটের বিজনেস ক্লাসের যাত্রী, আবুধাবি প্রবাসী মোহাম্মদ আবুল বাশার বলেন, নারী, শিশু ও প্রবীণসহ সবাই চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। শুরুতে এক ঘণ্টার বিলম্বের কথা জানানো হলেও পরে তা বাড়তে থাকে। পরে বিমান কর্মকর্তারা জানান, উড়োজাহাজটির এক চাকার ত্রুটি ধরা পড়েছে এবং নতুন চাকা লাগানো ছাড়া ফ্লাইট চালানো সম্ভব নয়।
বিমানের স্টেশন ম্যানেজার দস্তগীর বলেন, এমিরেটস এয়ারলাইনস কিছু সীমাবদ্ধতার কারণে ঢাকা থেকে তাদের ফ্লাইটে বিমানের চাকাটি আনতে পারেনি। তাই বৃহস্পতিবার রাত পৌনে ১টায় বিমানের একটি ফ্লাইটে চাকাটি আনা হচ্ছে। শুক্রবার আমিরাতের সময় ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের উদ্দেশে দুবাই ত্যাগ করবে।
তিনি আরও বলেন, বিমান যাত্রীদের সবাইকে হোটেল নেওয়া হয়েছে। কেবল ১২ সদস্যের একটি পরিবার নিজে থেকেই হোটেলে যেতে চাননি। তারা বিমানবন্দরের ‘লাউঞ্জেই’ থেকে গেছেন।