মোহাম্মদপুর ও আদাবরে এক ঘণ্টার ব্যবধানে দুই খুন

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১২:৫৪:১৬ পূর্বাহ্ন
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় বুধবার সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
 
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্বশত্রুতার জের ধরে আল-আমিন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
 
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এস এম নুরুজ্জামান বলেন, আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
এর ঘণ্টাখানেক পর রাত ৮টার দিকে আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম নামের আরেকজনকে।
 
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া বলেন, গুলি করে হত্যা করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
থানা-পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় গাড়িচালক ছিলেন। নবোদয় হাউজিংয়ের একটি বাসার তিনতলায় ভাড়া থাকতেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]