
ময়মনসিংহের তারাকান্দায় চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) নিজেরা পূরণ করে দেয়ার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন। ঘটনাটি ঘটে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ কেন্দ্রে।
আটক দুই শিক্ষক হলেন, কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও হল সুপার মো. জয়নাল আবেদিন এবং গণিত বিভাগের প্রভাষক ও পরীক্ষা কমিটির সদস্য মো. হাবিবুর রহমান।
প্রশাসনের তথ্যমতে, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় কলেজের অফিসকক্ষে বসে তারা পরীক্ষার্থীদের ওএমআর শিট নিজেরা পূরণ করেন। বৃহস্পতিবার দুপুরে সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ে এবং পরে দুজনই দায় স্বীকার করেন। এরপর তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
ইউএনও জাকির হোসাইন জানান, প্রাথমিক তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ওই দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
কলেজ অধ্যক্ষ মো. হোসেন আলী চৌধুরী এই ঘটনাকে শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন এবং জানান, তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।
তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, সংশ্লিষ্ট শিক্ষকেরা হয়তো কারও অনুরোধে কিংবা আত্মীয়তার কারণে এ ধরনের অনৈতিক কাজ করেছেন। তবে সিসিটিভি ফুটেজে তাদের কর্মকাণ্ড স্পষ্ট ধরা পড়েছে এবং কলেজ কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।