শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’, পাচ্ছেন ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:২৩:১০ অপরাহ্ন
দেশের সব মোবাইল ফোন গ্রাহককে বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার। শুক্রবার (১৮ জুলাই) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উদ্যোগ নেওয়া হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে। বিনামূল্যে পাওয়া এই ডাটা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
 
বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট নিশ্চিত করতে সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ পাঠানো হয়।
 
বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে এবং জনস্বার্থে ফ্রি ইন্টারনেট ডে পালন করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে জনগণের ডিজিটাল সংযুক্তি এবং অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ জুলাই সক্রিয় থাকা প্রতিটি মোবাইল নম্বর ব্যবহারকারীই এই ফ্রি ডাটা অফার পাবেন। ফ্রি ইন্টারনেট চালু করতে নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
 
গ্রামীণফোন ব্যবহারকারীরা ডায়াল করবেন *121*1807#, রবি ব্যবহারকারীরা *4*1807#, বাংলালিংক গ্রাহকেরা *121*1807# এবং টেলিটক ব্যবহারকারীরা ডায়াল করবেন *111*1807#।
 
সরকারি সূত্রমতে, এই উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতে এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]