হাতিরঝিলে শুক্রবার জুলাইয়ের গান ও ড্রোন শো

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৬:১৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৬:২৭:০৪ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজিত "জুলাই পুনর্জাগরণ" অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এইদিন বিকেল ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান, এরপর প্রদর্শিত হবে চারটি প্রামাণ্য চলচ্চিত্র—‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’, ‘জুলাই উইমেন’ এবং ‘জুলাই বীরগাঁথা’।

চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রাইভেট ইউনিভার্সিটির যোদ্ধাদের স্মৃতিচারণ।

এরপর অনুষ্ঠিত হবে ‘জুলাইয়ের গান’ পরিবেশনা, যেখানে পারফর্ম করবেন শিল্পী সেজান, তাশফি, সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।

সাংস্কৃতিক পরিবেশনার শেষে আয়োজন করা হবে জুলাই গণঅভ্যুত্থান এবং তার প্রেক্ষাপট ভিত্তিক একটি মনোমুগ্ধকর ড্রোন শো।

অনুষ্ঠানে স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]