
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বান্দরবান জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে শহরের মুক্ত মঞ্চ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "যদি কোনো চক্রান্তকারী মহল বা কুচক্রী শক্তি তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, তবে যুবদল তা দাতভাঙা জবাব দিয়ে মোকাবিলা করবে।"
বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততার সুযোগে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। একইসঙ্গে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং মিথ্যা গুজব রটিয়ে দলের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।
সমাবেশে অংশগ্রহণকারীরা নানা স্লোগান ও প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করেন।
জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন—সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমরসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।