পরীক্ষার্থীদের নিরাপত্তায় গোপালগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিত

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:০৩:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:০৬:৪৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে দেশের অন্যান্য জেলা ও সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী একই পরীক্ষাটি যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গোপালগঞ্জ জেলার স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]