ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৩৩:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৫০:৪৭ পূর্বাহ্ন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বুধবার (১৬ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। মৃতদের একজন বরিশাল বিভাগের এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বিভাগওয়ারি তুলে ধরা হয়েছে। বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ১১০ জন, চট্টগ্রামে ৩১ জন, ঢাকা বিভাগের গ্রামীণ এলাকায় নয় জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন এবং দক্ষিণ সিটিতে ৪৭ জন। খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৫৭ জন, রংপুরে দুই জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০৬ জনে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]