
প্রাকৃতিক দুর্যোগে কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র। নিউ জার্সিতে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা, যার কারণে প্লেইনফিল্ড শহরে অন্তত দু’জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওরেগন ও কলোরাডোতে ভয়াবহ দাবানলে জ্বলছে বনভূমি ও প্রকৃতি। দাবানলে এখন পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে প্রায় চার হাজার একর বনভূমি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হেলিকপ্টার থেকে পানি ঢালার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, নিউ জার্সির কিছু এলাকায় মাত্র আড়াই ঘণ্টারও কম সময়ে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা আকস্মিক বন্যার জন্য মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।