গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির পর গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হওয়া এই কারফিউ বলবৎ থাকবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কারফিউ জারি করা হয়েছে। এর আগে বিকেলে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হন। হামলায় জড়িত ছিলেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংঘর্ষে ইট-পাটকেল, ককটেল ও গুলি বিনিময়ের ঘটনায় অন্তত ৪ জন নিহত হন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন ৫০ জনের বেশি। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। এনসিপি নেতারা পরে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন।


পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রাথমিকভাবে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ২২ ঘণ্টার কারফিউ জারির ঘোষণা আসে। শহরে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী এবং আটক করা হয়েছে ২০ জনকে। শনাক্তকৃত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সর্বোচ্চ সতর্কতায় থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]