সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:২১:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:২১:৩৪ পূর্বাহ্ন
সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর মাঝেই ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারারকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন।
 
বুধবার (১৬ জুলাই) রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে দুই দফা বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা চালানো হয়েছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় সিরিয়ার বাহিনীর ওপরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
 
আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে (যেখানে ড্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে) সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে ইসরায়েল হামলা বৃদ্ধির হুমকি দেওয়ার পর এসব আক্রমণ চালানো হয়।
 
এমন প্রেক্ষাপটে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির আল-শারারকে নির্মূল করার ঘোষণা দেন। তিনি বলেন, 'সিরিয়ার ভয়াবহ চিত্রগুলো একটা জিনিস প্রমাণ করে: একবারের জিহাদি, সবসময় জিহাদি। যারা হত্যা করে, অপমান করে এবং ধর্ষণ করে তাদের সঙ্গে আলোচনা করা উচিত নয়।'
 
বেন গভির আরও বলেন, 'আল-শারার সঙ্গে একমাত্র সমাধান হলো তাকে নির্মূল করা। আমি ইসরায়েলের দ্রুজ নাগরিকদের ভালোবাসি এবং আমি তাদের উষ্ণভাবে আলিঙ্গন করি। আমি তাদের বলি: আমাদের অবশ্যই সাপের মাথা কেটে ফেলতে হবে।'
 
গাজার কিছু সেনা সিরিয়ার সীমান্তে মোতায়েন করা হবে:
 
লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, গাজার কিছু সৈন্য 'সিরিয়ার সঙ্গে আমাদের উত্তর সীমান্তে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।'
 
পৃথকভাবে ইসরায়েলের উত্তরের কমান্ডার ওরি গোর্ডিন বলেছেন, ইসরায়েলি বাহিনী সুওয়াইদা এলাকায় ইতোমধ্যে 'নির্ধারিতভাবে অভিযান' চালাচ্ছে।
 
তিনি উল্লেখ করেন, আমরা চাপ এবং হামলার গতি বৃদ্ধি করছি। আমরা দামেস্কেও হামলা চালিয়েছি এবং দক্ষিণ সিরিয়াজুড়ে হামলা চালিয়ে যাব।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]