সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা

আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:১২:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:১২:৫১ পূর্বাহ্ন
সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে দ্বিতীয় দফা বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা চালানো হয়েছে।
 
বুধবার (১৬ জুলাই) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে। দামেস্কের কেন্দ্রস্থলে এই হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।
 
প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলার পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদায় সিরিয়ার বাহিনীর ওপরেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
 
আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে (যেখানে ড্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াই চলছে) সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে ইসরায়েল হামলা বৃদ্ধির হুমকি দেওয়ার পর এসব আক্রমণ চালানো হলো।
 
আল জাজিরা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে, যেখানে সিরিয়ান সেনাবাহিনীর সদর দপ্তরের ওপর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
 
বাশার আল-আসাদ সরকারের পতনের দিন থেকেই ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়ার সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এর ফলে দামেস্কে বিশাল হামলা সত্ত্বেও সিরিয়ার সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারছে না।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]