গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সিলেটে এনসিপির ব্লকেড

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:১৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:১৯:৪০ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটের চন্ডিপুলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে এ কর্মসূচি চলাকালে সিলেট-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
 

বিক্ষোভকারীরা এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘বাংলা কী তোর বাপ দাদার’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ক্ষোভ প্রকাশ করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর এনসিপি নেতাদের নির্দেশে কর্মসূচি তুলে নেওয়া হয়।
 

পরে এক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক ফাহিমা মাহি বলেন, “যারা হামলায় জড়িত, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আমরা আবার রাজপথে নামবো।”
 

বিক্ষোভ ও অবরোধে অংশ নেন সিলেট জেলা ও মহানগরের অসংখ্য এনসিপি নেতাকর্মী ও ছাত্র-যুব প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]