হামলা কিংবা হত্যাচেষ্টা, যত বাধাই আসুক জুলাই পদযাত্রা চলবে বললেন নাহিদ

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:০২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:২০:৪৭ অপরাহ্ন

গোপালগঞ্জে হামলার পর বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।  

 
 
নাহিদ বলেন, ‘কোন জেলায় কখন পদযাত্রা হবে আগেই ঠিক ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। এনসিপি এবং গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে হামলা চালায়।’  
 
তিনি বলেন, ‘গোপালগঞ্জের রাজনীতি ও জেলার গণমানুষের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা নিয়ে কথা বলতে গিয়েছিলাম আমরা। সেখানে কথাও বলেছি। নেতারা বক্তব্য দেয়া শেষে মাদারীপুরে যাওয়ার পথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খুলনা চলে আসি।’
 
আজ মাদারীপুর ও শরীয়তপুরে যে পদযাত্রা ছিল তা স্থগিত করা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগ একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং জঙ্গিবাহিনীতে রূপান্তরিত হয়েছে, সেটাই আবারও দেশবাসীর সামনে স্পষ্ট হলো।’  

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]