ওমান সাগরে ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহনকারী বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৫৪:২৯ অপরাহ্ন

ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। ধারণা করা হচ্ছে, জাহাজটি প্রায় ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল। বুধবার (১৬ জুলাই) দেশটির হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় ট্যাংকারটি নজরদারিতে আসে। পরে বৈধ কাগজপত্রের ঘাটতির কারণে সেটিকে আটক করা হয়। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের-এর।
 

জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে ট্যাংকারটি বর্তমানে দক্ষিণ ইরানের জাস্ক বন্দরে রয়েছে এবং সেখানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
 

প্রধান বিচারপতি আরও জানান, জাহাজের ক্যাপ্টেনসহ ১৭ জন ক্রুকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে এবং তেলের নমুনা বিশ্লেষণ ও কাগজপত্র যাচাই করা হচ্ছে।
 

তিনি বলেন, “তদন্ত শেষে মামলার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।”
 

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইরানের সামুদ্রিক নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কঠোর মনোভাবেরই প্রতিফলন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]