সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাল পাকিস্তান দল

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৯:৪৫ অপরাহ্ন

এ মাসের শেষদিকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের এই ছোট ফরম্যাটের সিরিজ সামনে রেখে আজ বুধবার (১৭ জুলাই) দুইভাগে ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল।
 

সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম বহর, যেখানে ছিলেন অধিনায়ক সালমান আলী আগা, সাইম আইয়ুব, ফখর জামান, মুহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ এবং সাপোর্ট স্টাফরা। বিকেল পাঁচটায় পৌঁছান স্কোয়াডের বাকি ১৩ সদস্য।
 

বিমানবন্দরে পাকিস্তান দলকে ফুল দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকতা শেষে খেলোয়াড়রা হোটেল সোনারগাঁওয়ে অবস্থান নেন।
 

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই, প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
 

সফরে পাকিস্তান দলে নতুন মুখ হিসেবে আছেন বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে ছিটকে গেছেন সহ-অধিনায়ক শাদাব খান ও গতিময় পেসার হারিস রউফ। দলে নেই নিয়মিত তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তবে অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে নেওয়ার আশাবাদ জানিয়েছেন নতুন অধিনায়ক সালমান।
 

এদিকে বাংলাদেশ দল এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে লিটন দাসের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কা সফরে রয়েছে। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি শেষে তারা দেশে ফিরবে এবং এরপরই পাকিস্তান সিরিজের দল ঘোষণা করা হবে।

 

পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]