ইসরাইলের বন্দরে ও সামরিক ঘাঁটিতে হুথি ড্রোন হামলা

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৪৪:৩২ অপরাহ্ন

ইসরাইলের অব্যাহত আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী একযোগে ড্রোন হামলা চালিয়েছে দেশটির এলাত (উম্ম আল-রাশরাশ) বন্দর ও নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে।
 

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে চালানো এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযানে তিনটি ড্রোন ব্যবহার করা হয়েছে। দুটি ড্রোন আঘাত হানে নেগেভের বড় একটি সামরিক ঘাঁটিতে এবং একটি ড্রোন হামলা করে এলাত বন্দরে।
 

তিনি দাবি করেন, “আল্লাহর কৃপায় অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে।”
 

হুথি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দখলদার ইসরাইলের চলমান আগ্রাসন ও অবরোধের জবাবে এ হামলা চালানো হয়েছে। তারা জানায়, “ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে।”
 

তারা আরও হুঁশিয়ারি দেয়, আরব ও ইসলামি দেশগুলোর ওপর যেকোনো আগ্রাসনকে তারা প্রত্যাখ্যান করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]