সীমান্তে করোনার নতুন ভ্যারিয়েন্ট সতর্কতা, সোনামসজিদে নেই কার্যকর স্বাস্থ্য পরীক্ষা

আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২০:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৮:১০ পূর্বাহ্ন

ভারতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর দেশের বিভিন্ন সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও সতর্কতা ঘোষণা করা হয়েছে। তবে বাস্তবে সেখানে স্বাস্থ্য পরীক্ষার তেমন কোনো কার্যক্রম নেই বলেই অভিযোগ যাত্রীদের।
 

ভারতগামী ও ভারতফেরত যাত্রীদের অভিযোগ, ইমিগ্রেশন এলাকায় কেবলমাত্র একটি কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রের ব্যানার ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু দেখা মেলেনি কোনো স্বাস্থ্যকর্মীর। কাগজে-কলমে একজন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক থাকার কথা থাকলেও পরীক্ষাবিহীনভাবেই যাত্রীদের পারাপার হতে দেখা যাচ্ছে।
 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন দাবি করেছেন, ইমিগ্রেশন চেকপোস্টে একজন সদস্যবিশিষ্ট মেডিকেল টিম নিয়োজিত রয়েছে, যারা ভারতফেরত যাত্রী ও ট্রাকচালকদের তাপমাত্রা পরীক্ষা করছেন। তবে সেখানে করোনার নমুনা পরীক্ষা করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
 

অন্যদিকে, সীমান্তে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি কিছুটা তৎপরতা চালালেও স্বাস্থ্য বিভাগ কার্যত নিষ্ক্রিয় রয়েছে। ইমিগ্রেশন পুলিশের এসআই মো. জামিরুল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের স্যানিটাইজার দেয়া হচ্ছে এবং মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
 

প্রতিদিন এই স্থলবন্দর দিয়ে ৭০-৮০ জন যাত্রী ও ৩০০-৩৫০টি ট্রাকচালক যাতায়াত করেন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে এমন শিথিল নজরদারিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]