
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার শেখেরখীল এলাকার চট্টগ্রাম–পেকুয়া সড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন– চকরিয়া খুটাখালীর সেগুন বাগিচা এলাকার মীর আহমদের ছেলে মনির আহমদ ও লালমনিরহাটের হাতিবান্ধা নওদা বাস ইউনিয়নের মৃত সোলতান আহমদের ছেলে লতিফ আলী।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, শেখেরখীল এলাকায় চট্টগ্রাম-পেকুয়া সড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।