
সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় কাজ করে আসা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আজ (১৫ জুলাই) মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমিতে একটি সভা করেছে। প্রায় ৪০ জন ক্রিকেটার অংশগ্রহণ করেন এ সভায়, যেখানে কোয়াবের নির্বাচন ও ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে বাংলাদেশের এক সিনিয়র ক্রিকেটার বলেন, কোয়াবের কার্যক্রম বর্তমানে কম গতিতে চলছে, তাই সেটিকে পুনরায় সক্রিয় করতে আলোচনা হয়েছে যাতে ক্রিকেটারদের পাশে থেকে তাদের দাবি-দাওয়া সুরক্ষা করা যায়। তিনি আরও জানান, আগামীতে একটি নির্বাচিত কমিটি গঠন করা হবে এবং এর ভোট অনুষ্ঠিত হবে ঢাকায়, যেখানে ক্রিকেটাররা কেন্দ্রীভূত থাকবেন। তবে এখনও নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়নি এবং প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।
গত ২৩ মার্চ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি জরুরি সভায় কোয়াবের পুরানো কমিটি স্থগিত করে নতুন করে ৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর পাশাপাশি আটটি বিভাগ থেকে ৮ জন ক্রিকেটারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নির্বাচিত কমিটি ভবিষ্যতে কোয়াবের কার্যক্রম পরিচালনা করবে।