বনানীতে পথশিশু ধর্ষণ: মূল অভিযুক্ত আল আমিন গ্রেফতার

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:৩৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:৩৫:০৯ অপরাহ্ন

রাজধানীর বনানীতে ৯ বছরের এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে মো. আল আমিন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

থানা সূত্রে জানা গেছে, রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের পাশে একটি পরিত্যক্ত কক্ষে এ নৃশংস ঘটনা ঘটে। খবর পেয়ে বনানী থানার ওসির নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।
 

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে বনানী থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে মহাখালীর টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করে।
 

পুলিশ জানায়, আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন গণপরিবহনে হেলপারের কাজ করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের দায় স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]