শামীম ওসমান ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:৩৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:৩৯:৩৩ অপরাহ্ন
বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক প্রভাবের জন্য আলোচিত সাবেক আওয়ামী লীগ এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
 
মামলার এজাহার অনুযায়ী, শামীম ওসমান সরকারি দায়িত্বে থাকার সময় ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। পাশাপাশি তার ৯টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে দুদক।
 
তার স্ত্রী সালমা ওসমানও ৩ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন বলে দুদক দাবি করেছে। তার ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।
 
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা হয়েছে। পাশাপাশি তাদের সন্তানদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে কমিশন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]