‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:৩৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:৩৬:২৫ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জাতীয় সংস্কারক’ উপাধি নিতে আগ্রহী নন এবং সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
 
মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে জানানো হয়, হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার (১৪ জুলাই) ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে এবং আদেশের অনুলিপি পাওয়ার পর যথাসময়ে রুলের জবাব দেয়া হবে।
 
প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস নিজে এ ধরনের উপাধি পেতে অনিচ্ছুক এবং সরকারও এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। রিটটি ব্যক্তিগত উদ্যোগে দায়ের হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং কোন যুক্তিতে এ ধরনের নির্দেশনা চাওয়া হয়েছে, তা পরিষ্কার নয়।
 
বিবৃতিতে আরও জানানো হয়, অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]