বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আম উপহার

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১০:২৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১০:২৬:৫৩ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ভারত, পাকিস্তানসহ পাঁচটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য উপহারস্বরূপ আম পাঠানো হচ্ছে। ফ্লাইট শিডিউলের ওপর নির্ভর করে এই আম উপহার আগামী কয়েক দিনের মধ্যে গন্তব্যে পৌঁছাবে।
 
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য জানিয়েছে।
 
সূত্রে জানা যায়, আম পাঠানো হবে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে।
 
এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছেও আম উপহার পাঠানো হচ্ছে। একইসঙ্গে ভারতের কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও উপহার পাঠানো হচ্ছে। ইতোমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাঁড়িভাঙা আম উপহার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার পাঠানো হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]