চব্বিশের শহীদদের পাশে তারেক রহমান: কুড়িগ্রামের ১০ পরিবারকে সহায়তা

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:৫৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১০:০৯:১৩ পূর্বাহ্ন
চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত কুড়িগ্রামের ১০ শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ (মঙ্গলবার) কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসব পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শহীদদের মধ্যে ছিলেন—গোলাম রব্বানী, আশিকুর রহমান, নূর আলম, রাশেদুল ইসলাম, রায়হানুল ইসলাম, সৈকত, মো. আব্দুল্লাহ আল তাহির, কামাল আহম্মেদ বিপুল, শফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম শফি। আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]