৭০০ কোটি টাকার বিনিময়ে নিজেদের একাডেমির খেলোয়াড়কে ফিরিয়ে আনলো রিয়াল

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১২:১০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১২:১০:৩৯ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগে আরও শক্তি আনতে দলে ভিড়িয়েছে ২২ বছর বয়সী লেফটব্যাক আলভারো কারেরাসকে। ডিন হুইসেন ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের পর এই তরুণ স্প্যানিয়ার্ডকে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে আনতে রিয়াল  ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৭০৭ কোটি টাকা) পরিশোধ করেছে।
 

দলবদলের শুরু থেকেই কারেরাসকে ঘিরে গুঞ্জন ছিল। মার্সেলোর বিদায়ের পর রিয়াল মাদ্রিদ লেফটব্যাক পজিশনে স্থায়ী সমাধান খুঁজছিল। ফারল্যান্ড মেন্ডি ও ফ্রান গার্সিয়া প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায়, ক্লাবের নজর পড়ে এক সময় তাদেরই একাডেমিতে খেলা কারেরাসের দিকে। তাই এই ট্রান্সফারকে অনেকেই “ঘরে ফেরা” বলেই অভিহিত করছেন।

 

কারেরাস রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার মেয়াদ ২০৩১ সালের জুন পর্যন্ত। গ্যালিসিয়ার ফেরোলে জন্ম নেয়া এই ফুটবলার ২০০৭ সালে রেসিং দে ফেরোলের একাডেমিতে যোগ দেন, যেখানে তিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন। এক মৌসুমে ১০০ গোল করে নজর কাড়েন এবং ২০১২ সালে দেপোর্তিভো লা করুনার একাডেমিতে যোগ দিয়ে লেফটব্যাক হিসেবে নতুন যাত্রা শুরু  করেন।

 

এই চুক্তির মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের রক্ষণভাগে নতুন প্রাণ সঞ্চার করতে চায়, বিশেষ করে কোচ জাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]