ইতিহাস গড়ল বিটকয়েন, মূল্য ছুঁল ১ লাখ ২২ হাজার ডলার

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নতুন রেকর্ড গড়েছে। ১৪ জুলাই সকালে এশিয়ার বাজারে এর দাম ছুঁয়েছে ১ লাখ ২২ হাজার ৮৯০ ডলার—ক্রিপ্টো ইতিহাসের সর্বোচ্চ মূল্য। বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ।
 

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো নীতিমালার অগ্রগতি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন এই ঊর্ধ্বগতির মূল চালিকাশক্তি। সম্প্রতি মার্কিন কংগ্রেসে ‘জিনিয়াস অ্যাক্ট’, ‘ক্ল্যারিটি অ্যাক্ট’ এবং ‘অ্যান্টি-সিবিডিসি সার্ভেইলেন্স অ্যাক্ট’ নিয়ে আলোচনা শুরু হয়েছে—যা ডিজিটাল অ্যাসেট খাতে পূর্ণাঙ্গ আইনগত কাঠামো গঠনের পথ তৈরি করছে।
 

আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর মতে, “প্রাতিষ্ঠানিক চাহিদা, ভবিষ্যৎ লাভের প্রত্যাশা এবং ট্রাম্পের সমর্থন—সব মিলিয়ে বিটকয়েন এখন এক ইতিবাচক ঝড়ের মাঝে।” তিনি আরও বলেন, "১ লাখ ২৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করাও এখন সময়ের অপেক্ষা মাত্র।"
 

বিটকয়েনের এই উত্থানের প্রভাব পড়েছে গোটা ক্রিপ্টো বাজারে। ইথার, রিপল, সোলানা প্রভৃতি টোকেনের দাম গড়ে ২–৩ শতাংশ বেড়েছে। বিশ্বব্যাপী ক্রিপ্টো বাজারমূল্য দাঁড়িয়েছে ৩.৭৮ ট্রিলিয়ন ডলারে। হংকংয়ের বাজারেও স্পট বিটকয়েন ও ইথার ইটিএফগুলোর মূল্য পৌঁছেছে নতুন উচ্চতায়।
 

বিশ্লেষকদের মতে, এই সপ্তাহকে ইতিমধ্যে ডাকা হচ্ছে "ক্রিপ্টো সপ্তাহ" নামে। সব মিলিয়ে, বিশ্ব যেন এগিয়ে যাচ্ছে নতুন এক ডিজিটাল অর্থনৈতিক যুগের দিকে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]