
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব-১১।
গত বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহাগকে ডেকে এনে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করা হয়। হামলাকারীরা তাকে বিবস্ত্র করে নির্মমভাবে মারধর করে এবং তার শরীরের ওপর লাফিয়ে উঠে। ঘটনাস্থলেই গুরুতর আহত হন সোহাগ, পরে তিনি মারা যান।
নিহত সোহাগ (৩৯) ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পুরোনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটসহ বিভিন্ন ধাতব সামগ্রীর ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়। একসময় যুবদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তার পরিবারে রয়েছে স্ত্রী, এক কন্যা (১৪) ও এক পুত্র (১১), যারা বর্তমানে স্কুলে পড়ে।
এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।
পুলিশ ও র্যাব জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।