সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ শিশুর মৃত্যু

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:০৬:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:০৬:৪০ পূর্বাহ্ন

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক বছরের শিশু আয়েশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

সোমবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গত শুক্রবার ভোররাতে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের পাঁচ সদস্যকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শিশু আয়েশার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। অবশেষে সোমবার রাতেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আয়েশার বাবা রিপন (৬০ শতাংশ দগ্ধ), মা চাঁদনী (৪৫ শতাংশ), ভাই রোকন (৬০ শতাংশ) ও তামিম (৪২ শতাংশ) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, ‘আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। শুক্রবার গভীর রাতে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ ঘরে একটি বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আয়েশা মারা গেছে, আর বাকিদের অবস্থাও খুবই খারাপ।’

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]