যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের দুটি সম্পদ ও চারটি ব্যাংক হিসাব জব্দের আদেশ

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৫:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৫:০৯ পূর্বাহ্ন
সাবেক আইজিপি বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে থাকা দুটি সম্পদ জব্দ এবং যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় তার নামে থাকা চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
 
দুদকের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বেনজীর আহমেদের নামে থাকা দুটি সম্পদ ২০২৩ সালের ১২ জুন কেনা হয়। প্রতিটি সম্পদের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।
 
এর আগে বেনজীরের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ের বুর্জ খলিফা ও অল ওয়াসল আবাসিক এলাকার দুটি ফ্ল্যাট জব্দের আদেশও দেওয়া হয়েছিল। একইসঙ্গে বেনজীর আহমেদের নামে থাকা দুটি ব্যাংক হিসাব ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]