চরমোনাই দরবারে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও জুলাই অভ্যুত্থান স্মরণ

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:০৫:৪১ পূর্বাহ্ন
জুলাই মাসজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা চরমোনাই দরবার শরীফ পরিদর্শন করেন। রাত ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চরমোনাই পৌঁছায়।
 
দরবার শরীফে পৌঁছালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতারা এনসিপি প্রতিনিধিদের স্বাগত জানান।
 
পরে এনসিপি প্রতিনিধি দল ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের সাহসিক ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এনসিপি আসন ভাগাভাগির রাজনীতি করে না, বরং বিচার ও সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে চায়।”
 
সাক্ষাৎকালে মুফতি ফয়জুল করীম বলেন, “জুলাই অভ্যুত্থানে প্রথম রাজপথে নেমেছিল চরমোনাই মাদ্রাসার ছাত্ররা। ৫ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নেমে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিল।”
 
সাক্ষাৎ শেষে শায়েখে চরমোনাই এনসিপি নেতাদের টুপি পরিয়ে দেন এবং সবাই একসঙ্গে রাতের খাবার গ্রহণ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]