
এক যুগ পেরিয়ে গেলেও এখনো সমালোচনার হাত থেকে রেহাই পায় না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতি আসরেই অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কাঙ্ক্ষিত মানে টুর্নামেন্ট না হওয়ায় চাপে পড়ে বিসিবি। সর্বশেষ আসরেও তৎকালীন সভাপতি ফারুক আহমেদের বোর্ড বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ হয়।
তবে এবার পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে বিপিএলে পরিবর্তনের আশ্বাস দিয়েছে বিসিবির নতুন কমিটি। গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনামের নেতৃত্বে ইতোমধ্যে ক্রিকেটার, সাংবাদিক, কোচ, স্পনসর ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা নেয়া হয়েছে।
সেই ধারাবাহিকতায় সোমবার (১৪ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত হয় ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ সভা। যেখানে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, জাকির হাসান এবং ভিডিও কলে যুক্ত হয়ে অংশ নেন নাজমুল হোসেন শান্ত। সভায় তারা টুর্নামেন্টের চ্যালেঞ্জ ও সম্ভাব্য উন্নয়ন নিয়ে নিজেদের মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খানসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।
গভর্নিং কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (১৫ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর পর্যায়ক্রমে ফ্র্যাঞ্চাইজি মালিক, কোচ, টেকনিক্যাল স্টাফ ও স্পনসরদের সঙ্গেও আলোচনা করা হবে।
তবে এবার পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে বিপিএলে পরিবর্তনের আশ্বাস দিয়েছে বিসিবির নতুন কমিটি। গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান মাহবুব আনামের নেতৃত্বে ইতোমধ্যে ক্রিকেটার, সাংবাদিক, কোচ, স্পনসর ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা নেয়া হয়েছে।
সেই ধারাবাহিকতায় সোমবার (১৪ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত হয় ‘বিপিএল প্লেয়ার্স মাইক’ সভা। যেখানে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, জাকির হাসান এবং ভিডিও কলে যুক্ত হয়ে অংশ নেন নাজমুল হোসেন শান্ত। সভায় তারা টুর্নামেন্টের চ্যালেঞ্জ ও সম্ভাব্য উন্নয়ন নিয়ে নিজেদের মতামত দেন।
সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, আকরাম খানসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।
গভর্নিং কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (১৫ জুলাই) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর পর্যায়ক্রমে ফ্র্যাঞ্চাইজি মালিক, কোচ, টেকনিক্যাল স্টাফ ও স্পনসরদের সঙ্গেও আলোচনা করা হবে।