ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার হলেন পেলে

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:৩৪ অপরাহ্ন

ফুটবল দুনিয়ায় তর্কের বড় বিষয় কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? গ্যালারি থেকে চায়ের দোকান, আলোচনার ঝড় সর্বত্র। তবে এই বিতর্কে একেবারেই আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

 

তার চোখে ‘সর্বকালের সেরা ফুটবলার’ বা ‘গোট’  হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে।

 

গতকাল মেটলাইফ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে এসে ট্রাম্প বলেন, পেলের খেলায় মুগ্ধ হয়েছিলেন তরুণ বয়সেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি যখন তরুণ ছিলাম, তখন কসমোস ক্লাব পেলেকে নিয়ে এসেছিল। পুরো স্টেডিয়াম ছিল উপচে পড়া। আমি আসতে চাইনি, তবুও এলাম, কারণ পেলের খেলা দেখতে। সে অসাধারণ এক খেলোয়াড় ছিল।'

 

পেলেকে তিনি তুলনা করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বেসবল খেলোয়াড় বেব রুথের সঙ্গে।

 

উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমোসের হয়ে খেলেছিলেন পেলে। এ সময় তিনি ৬৪ ম্যাচে করেছেন ৩৭ গোল। ২০২২ সালে মৃত্যুবরণ করেন তিনবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]