লোডশেডিংয়ের সময় আদালতের কাঠগড়া থেকে পালালেন আসামি

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৮:৩৩:১৮ অপরাহ্ন

নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছেন। সোমবার দুপুরে নরসিংদী জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে। 

পালিয়ে যাওয়া আসামি রিয়াজুল ইসলাম ওরফে হৃদয়। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

আদালতে থাক আইনজীবী জানায়, রায়পুরায় অটোরিকশা চুরির মামলায় আসামি হিসেবে ৭ জুলাই রিয়াজুলকে গ্রেপ্তার করে রায়পুরা থানার পুলিশ। ওই মামলায় আজ বেলা সাড়ে ১২টার দিকে নরসিংদী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল। হঠাৎ লোডশেডিং হলে রিয়াজুল ইসলাম এ সুযোগে কাঠগড়া থেকে বেরিয়ে পালিয়ে যান।

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারে সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]