বাফুফের ২০ কোটি টাকার হিসাব খতিয়ে দেখছে ক্রীড়া মন্ত্রণালয়

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১০:৪৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১০:৪৫:৫১ অপরাহ্ন
২০১৯-২০ অর্থবছরে ফুটবল উন্নয়নের জন্য বাফুফেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে ২০ কোটি টাকা প্রদান করেছিল, তার ব্যয় ও হিসাবের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি আবারও খতিয়ে দেখছে মন্ত্রণালয়।
 
জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে এই অর্থের হিসাব তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছে ক্রীড়া মন্ত্রণালয়। এরপর সচিব সহকারী পরিচালক ক্রীড়াকে তদন্তের দায়িত্ব দেন এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ২০ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষ্য দিতে বলা হয়েছে।
 
২০২৩ সালের ১৭ এপ্রিল ফিফা থেকে সোহাগ নিষিদ্ধ হওয়ার পর ইমরান হোসেন দায়িত্ব নেন। ফলে এখন তিনি দায়িত্ব নেওয়ার আগের সময়কার ২০ কোটি টাকার হিসাবপত্র দ্রুত জোগাড় করতে গিয়ে বেকায়দায় পড়েছেন।
 
বাফুফের আর্থিক বিষয় নিয়ে বিতর্ক পুরোনো। ফিফা এর আগেও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক সাধারণ সম্পাদকসহ কয়েকজন স্টাফকে নিষিদ্ধ করেছে। ২০২৩ সালে আর্থিক অনিয়ম নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিটের প্রেক্ষিতে ক্রীড়া মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল, যা একটি প্রতিবেদনও জমা দেয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]