রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১০:২৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১০:২৫:২৫ অপরাহ্ন
প্রধান বিচারপতির বাসভবনসহ রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সোমবার (১৪ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনেসহ আশেপাশের এলাকায় সকল প্রকার সভা, মিছিল, মানববন্ধন, অবস্থান, ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
 
বিজ্ঞপ্তিতে দাবিদাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।

এর পূর্বে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা ঘিরেও একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]