
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ১১ আগস্ট ২০২৪ থেকে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২৩(ছ) ধারায় বিষয়টি ‘পালায়ন’ হিসেবে গণ্য করে তাকে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী ঘোষিত ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।