নৌকা প্রতীক এখনই বাদ নয়, শাপলাও অন্তর্ভুক্ত হচ্ছে না: ইসি

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৯:৫০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:৫০:৩৪ অপরাহ্ন
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও দলটির নির্বাচনী প্রতীক ‘নৌকা’ আপাতত বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
 
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, “যেহেতু দলটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তাই ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুযোগ নেই।”
 
তিনি আরও জানান, নতুন দল হিসেবে ‘শাপলা’ প্রতীক চাইলেও তা এখনই তফসিলে অন্তর্ভুক্ত হচ্ছে না, কারণ এটি বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকের মধ্যে নেই।
 
এর আগে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে নৌকা প্রতীক বাদ দিয়ে শাপলা প্রতীক যুক্ত করার দাবি তোলে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]