বিশ্বব্যাংকের মূল্যায়নে বাংলাদেশের অর্থনীতি: সংকট কাটিয়ে সাফল্যের পথে

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৯:০১:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:৪৪:৩৬ অপরাহ্ন
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বলেছেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বর্তমানে প্রায় এক বছর আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে।
 আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংকের পর্যবেক্ষণে বাংলাদেশের অর্থনীতি এখন শক্তিশালী ও স্থিতিশীল।” গত বছর পরিস্থিতি কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল, তবে এখন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক বেসরকারি খাতের উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

অর্থ উপদেষ্টা আরও জানান, বিশ্বব্যাংক দেশের আর্থিক খাত, পেমেন্ট ব্যালান্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নত অবস্থা স্বীকার করেছে। জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংক পুনর্গঠনসহ বিভিন্ন সংস্কারেও বিশ্বব্যাংক সন্তুষ্টি প্রকাশ করেছে। বৈঠকে চট্টগ্রাম বন্দর ও লালদিয়ার কনটেইনার টার্মিনাল উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা নিশ্চিত হয়। মার্কিন শুল্ক বিষয়ক আলোচনা চলছে এবং তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক প্রায় ৪৬ বিলিয়ন ডলার অনুদান ও স্বল্প সুদে ঋণ সহায়তা প্রদান করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]