বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: সিলেটে ‘স্কাই ড্রিম’ নামে প্রতিষ্ঠানের পরিচালক আটক

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৪৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৬:৩৫:২৭ অপরাহ্ন
সিলেটে ‘স্কাই ড্রিম’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভনে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পরিচালক মো. ইমামুল হক বাঁধন দীর্ঘদিন ধরে ভুয়া চুক্তি ও প্রতিশ্রুতির মাধ্যমে শতাধিক তরুণের কাছে থেকে কোটি টাকার বেশি অর্থ আদায় করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সিলেট জেলার জালালাবাদ থানার মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা মো. জাহেদ আহমদ জানান, চলতি বছরের জানুয়ারিতে তিনি ক্রোয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের আশায় ‘স্কাই ড্রিম’ অফিসে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানটি ৬ মাসের মধ্যে ভিসা নিশ্চিত করবে বলে চুক্তিনামা করে তাঁর কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, পাসপোর্ট কপি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নেয়। এরপর মার্চে আরও ১ লাখ টাকা দাবি করে একটি ভুয়া ওয়ার্ক পারমিট পাঠায়, যার বিনিময়ে দেওয়া হয় একটি চেক। যাচাই করে দেখা যায়, অনুমতিপত্রটি সম্পূর্ণ জাল। বিষয়টি জানার পর পরিচালক ইমামুল হক বাঁধন কে জানালে সে যোগাযোগ বন্ধ করে দেন।

আরেক ভুক্তভোগী ইসমাইল জানান, দীর্ঘ দেড় বছর ধরে প্রতিষ্ঠানটি একই কৌশলে প্রতারণা করে আসছে। ইউরোপে পাঠানোর নামে সিলেটের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ জনের কাছ থেকে জনপ্রতি ১.৫ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। কিন্তু কারোরই বিদেশে যাওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

দীর্ঘদিন বন্ধ থাকার পর ৪ জুলাই হঠাৎ করে প্রতিষ্ঠানটির অফিস খোলা পেলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা সেখানে গিয়ে ইমামুল হক বাঁধনকে আটক করেন। পরে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রতারণামূলক ও অনুমোদনহীন ট্রাভেল এজেন্সিগুলোর তালিকা তৈরির কাজও চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]