ভয়েস টাইপিংয়ে বদলে যাচ্ছে লেখার ধরন, বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৯:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৯:০০ পূর্বাহ্ন

স্মার্টফোন ব্যবহারকারীদের লেখার অভ্যাসে আসছে বড় পরিবর্তন। কিবোর্ডে আঙুল চালানোর বদলে এখন অনেকেই ভয়েস টাইপিংয়ের মাধ্যমে লেখালেখি করছেন। গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি বা অ্যালেক্সার মতো ভয়েস প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ায় ব্যবহারকারীরা এখন মাইক্রোফোনে কথা বলেই মেসেজ, সার্চ বা অন্যান্য কাজ সম্পন্ন করছেন।

অ্যান্ড্রয়েড ডিভাইসে ভয়েস টাইপিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গুগলের জি-বোর্ড (Gboard)। টাইপ করার সময় কিবোর্ডের পাশে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করলেই ভয়েস ইনপুট চালু হয়। এরপর ব্যবহারকারী যা বলেন, তা-ই লেখা হয়ে যায়। শুধু লেখাই নয়, ‘ডিলিট’, ‘সেন্ড’, ‘সার্চ’ বা ‘ক্লিয়ার অল’ বলেও নির্দিষ্ট কাজ সম্পন্ন করা সম্ভব। ব্যবহারকারীরা চাইলে এই ফিচার অফলাইনেও ব্যবহার করতে পারেন। এজন্য Gboard সেটিংসে গিয়ে Offline Speech Recognition চালু করতে হয়।

আইফোনেও রয়েছে ভয়েস টাইপিং সুবিধা। Apple-এর ডিফল্ট কিবোর্ডে থাকা ডিকটেশন ফিচার চালু থাকলে ব্যবহারকারী ভয়েস কমান্ড দিয়ে লেখালেখি করতে পারেন। Settings > General > Keyboard > Enable Dictation অপশন থেকে এটি চালু করা যায়। ভয়েস কমান্ডে লেখা ছাড়াও ব্যবহারকারীরা ‘কমা’, ‘পিরিয়ড’, ‘নিউ লাইন’, এমনকি কিছু ইমোজিও যুক্ত করতে পারেন। তবে অ্যান্ড্রয়েডের মতো সব কমান্ড আইফোনে সমানভাবে কাজ নাও করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ভয়েস টাইপিং প্রযুক্তি শুধু দ্রুত কাজের সুবিধা দিচ্ছে না, এটি হাতমুক্তভাবে কাজের স্বাধীনতাও নিশ্চিত করছে। বিশেষ করে সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষক ও নানা পেশার মানুষ এই প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে লেখার কাজ শেষ করছেন। অনেকে বলছেন, ভয়েস টাইপিং ভবিষ্যতের লেখালেখির ধরণ বদলে দিতে চলেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]