বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত প্রতিবেদন

সায়মা ওয়াজেদ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে!

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩২:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৫:৩২:৩৯ পূর্বাহ্ন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
 
শনিবার (১২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, “প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ নিয়ে চলমান তদন্তের প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পদক্ষেপকে আমরা জবাবদিহিতার পথে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে বিবেচনা করি।”
 
তিনি আরও লেখেন, “স্থায়ী ও দৃশ্যমান সমাধানের জন্য সায়মা ওয়াজেদকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ, সব সুবিধা ও অধিকার বাতিল এবং এই মর্যাদাপূর্ণ পদে স্বচ্ছতার মানদণ্ড পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতেও এটি প্রয়োজন।”
 
প্রেস সচিব জানান, বাংলাদেশের জনগণ ও বৈশ্বিক মহল এই পদক্ষেপকে স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে দেখছে।
 
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলার প্রেক্ষিতে ডব্লিউএইচও সায়মা ওয়াজেদকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। হেলথ পলিসি ওয়াচ-এর এক প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের বিষয়টি অবহিত করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]