জাতীয় নির্বাচনের আগে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন বেপরোয়া হয়ে উঠেছে—এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের মতে, ক্ষমতায় গেলে দলটি আরও নিয়ন্ত্রণহীন হয়ে উঠবে।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এনসিপি নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, “সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও আওয়ামী লীগের বিচার—এগুলোর কোনো দাবিই বিএনপি করছে না। বরং তারা এখন সারাদেশে চাঁদাবাজিতে লিপ্ত। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে সেই চাঁদার টাকা না পেয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”
জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, “নতুন বাংলাদেশে চাঁদাবাজদের আর কোনো জায়গা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতি চুরমার করে দেওয়া হবে।”