পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শনিবার (১২ জুলাই) এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, “চাঁদা না দেওয়ার অভিযোগে প্রকাশ্যে পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করার ঘটনা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
বিবৃতিতে নেতারা বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণকারী দল হিসেবে বিএনপিকে তার অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে এনে চাঁদাবাজি ও সহিংসতা বন্ধ করতে হবে।”
তারা আরও বলেন, “পুলিশ বাহিনীতে মৌলিক সংস্কার আনতে হবে। ফ্যাসিবাদের সহযোগী হিসেবে চিহ্নিতদের বরখাস্ত করে সৎ ও যোগ্যদের নিয়োগ দিতে হবে। তা না হলে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না এবং এর দায় সরকার এড়াতে পারবে না।”
হেফাজতের নেতারা উল্লেখ করেন, “গত বছরের জুলাই গণ-অভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেছে। নতুন প্রজন্ম ও আলেম সমাজ সেই বিপ্লবের কারিগর। তাদের কণ্ঠকে অবজ্ঞা করলে তার ফল ভালো হবে না। এখন সময় এসেছে মানবিক ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার।”
তারা দেশের জনগণকে রাজপথে নতুন করে দাঁড়ানোর আহ্বান জানান, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটে।