মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি : চুয়েটের সেই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি : চুয়েটের সেই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১২:৫০:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১২:৫০:১১ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
৮ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো: মাহবুবুল আলমের স্বাক্ষরিত এক নোটিশে রুবাইয়েদ ফেরদৌস আলভি (স্টুডেন্ট আইডি:২০০৮০১১) নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কারের কথা জানানো হয়।
 
গত ২০ জুন বিশ্বিবদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে গঠিত হয় তদন্ত কমিটি। একই দিনে তদন্ত কমিটির রিপোর্টের উপর অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১তম (জরুরি) সভায় বিস্তারিত আলোচনার মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
 
নোটিশে ০৭ জুলাই এর মধ্যে ওই শিক্ষার্থীকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে স্বহস্তে লিখিত জবাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষার্থী নির্দেশ পালন না করার ফলশ্রুতিতে ৮ জুলাই (মঙ্গলবার) ২৯২ তম সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
 
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের জন্য গত ২০ জুন রুবাইয়েদ ফেরদৌস আলভির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ম অবমাননা প্রতিরোধের ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা দাবি করেন শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]