আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন ট্রাম্প, আলোচনা চলছে: রুবিও

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৫৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৫৪:২৫ অপরাহ্ন
আগামী অক্টোবরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ জুলাই) কুয়ালালামপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানান।
 
রুবিও বলেন, আসিয়ান-মার্কিন বিশেষ শীর্ষ সম্মেলনের জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণে আলোচনা চলছে। এ ছাড়া আসিয়ান অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে আরও অগ্রগতির উপায় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র।
 
মার্কিন শুল্ক নীতির প্রসঙ্গে তিনি জানান, আসিয়ানভুক্ত কিছু দেশের জন্য নতুন শুল্ক হার তুলনামূলকভাবে অনুকূল হবে। যদিও ভিত্তি শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে, যুক্তরাষ্ট্র চুক্তি ও সমন্বয়ের জন্য দরজা খোলা রাখছে।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ার তরুণ জনসংখ্যা ও শ্রমশক্তিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং এই অঞ্চলকে কখনোই উপেক্ষা করবে না। বরং অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায়।
 
রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে রুবিও জানান, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের একটি নতুন প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। যদিও এটি তাৎক্ষণিক শান্তি না আনলেও ভবিষ্যতের শান্তিপথে একধাপ এগোনো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]