৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন আনছে অ্যাপল

আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৩৬:২১ অপরাহ্ন
অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে।
 
টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, অ্যাপল নতুন এই ডিভাইসে ডিজাইন, ক্যামেরা ও চিপসেটের পাশাপাশি ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারি আপগ্রেড করতে যাচ্ছে।
 
জানা গেছে, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যেখানে বর্তমানে আইফোন ১৬ প্রো ম্যাক্সে আছে ৪৬৮৫ এমএএইচ ব্যাটারি। ফলে নতুন মডেলে ব্যাটারি বেড়েছে ৩১৫ এমএএইচ, যা ব্যাটারি ব্যাকআপে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
 
আইফোনে শক্তিশালী হার্ডওয়্যারের পাশাপাশি রয়েছে দারুণ পাওয়ার এফিশিয়েন্সি। তাই ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে এটি অনেক অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় বেশি টেকসই হতে পারে।
 
তবে প্রযুক্তিবিদদের একাংশ বলছে, অ্যাপলের পক্ষ থেকে এত বড় ব্যাটারি আপগ্রেড খুবই বিরল ঘটনা। তাই অনেকেই এই তথ্যকে এখনো সন্দেহের চোখে দেখছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]