
পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে বাড়তি ব্যাটার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। একাদশে রাখা হয়েছিল ৪ জন ওপেনার। কিন্তু টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করতে পেরেছে দলটি।
শুরুর দিকে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন খেলায় দারুণ সূচনা এনে দেন। পাওয়ার প্লেতে আসে ৫৩ রান, যার মধ্যে পারভেজের অবদানই বেশি—মাত্র ১৬ বলে ৩৫ রান। তবে পঞ্চম ওভারে তানজিদ (১৭ বলে ১৬) আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস (১১ বলে ৬) রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পারভেজও ইনিংস বড় করতে পারেননি, ২২ বলে ৩৮ রান করে আউট হন।
মোহাম্মদ নাঈম কিছুটা সময় উইকেটে কাটালেও রান তুলতে খুব একটা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ২৯ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। মেহেদী হাসান মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।
ইনিংসের একদম শেষদিকে শামীম পাটোয়ারী মাত্র ৫ বলে দুটি ছক্কা হাঁকিয়ে স্কোর কিছুটা টেনে তোলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৫৪ রানে।