প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের নামকরণ

আপলোড সময় : ২০-০১-২০২৬ ১১:২৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ১১:৫৩:৫৯ অপরাহ্ন
প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণ ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে দেশে ৪টি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে 'মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়'-এর নাম পরিবর্তনসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর বাসভবন যমুনায় অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় এসব ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিকারের এই প্রথম সভায় জনস্বার্থ ও প্রশাসনিক গতিশীলতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সভায় অনুমোদিত নতুন থানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল মাতারবাড়ী। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেগবান করতে নরসিংদী জেলার রায়পুরা থানাকে বিভক্ত করে নতুন একটি থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
 
প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বড় পরিবর্তন আনা হয়েছে। ইতিপূর্বে বিভক্ত থাকা ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’কে একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ এর নাম পরিবর্তন করে আরও আধুনিক ও অর্থবহ ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত হয়েছে, তবে এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
 
অর্থনৈতিক ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। পর্যটন ও বৈশ্বিক ঐতিহ্যের গুরুত্ব মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এ ছাড়া অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের মতো ছোট কিন্তু প্রয়োজনীয় প্রশাসনিক বিষয়গুলোও এই সভায় স্থান পায়। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]