ভোলায় সাত মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন: শ্বাসরোধে স্ত্রী হত্যা, স্বামী গ্রেপ্তার

আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:২৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:২৫:১৪ অপরাহ্ন

ভোলায় শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার একটি ঘটনায় দীর্ঘ সাত মাস পর রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সদর উপজেলার একটি পুরোনো হত্যাকাণ্ডের তদন্ত শেষে অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জুলাই রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। নিহত নারী জহুরা খাতুন (৫৭) ওই এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত আবদুল মালেকের স্ত্রী।
 

তদন্তে জানা যায়, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা আবদুল মালেকের প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের কারণে সম্পর্কের অবনতি ঘটে এবং পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক ও আর্থিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি জহুরা খাতুনের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশ জানায়।
 

হত্যাকাণ্ডের পর ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করতে অভিযুক্ত মরদেহটি বাড়ির সামনের একটি পুকুরে ফেলে দেন। প্রাথমিকভাবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে প্রচারের চেষ্টা করা হয় বলেও পুলিশের তদন্তে উঠে এসেছে।
 

পরবর্তীতে ভোলা জেলা পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
 

গ্রেপ্তার আবদুল মালেককে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]